১৯৮৬ সনে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি ৫৬ শতক জমির উপর প্রতিষ্ঠিত। ১ টি দু’’তলা পাকা ইমারত ও ১টি একতলা ইমারতে ১৪টি কক্ষ আছে। ১১টি শ্রেনীকক্ষ, ১ টি অফিস কক্ষ, ১ গ্রন্থাগার, ১টি বিজ্ঞানাগার, ১ টি নামাজ কক্ষ আছে। তাছাড়া ১টি ছোট্র খেলার মাঠ, ২টি নলকূপ ও ৯ টি ল্যাট্রিন রয়েছে, মাদ্রাসার সামনে ১০ কক্ষবিশিষ্ট ০১টি মার্কেট রয়েছে।